নাটোরে অগ্নিকাণ্ডে ১৬ ঘর পুড়ে ১২ লাখ টাকা ক্ষতি

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

পাবলিক ভয়েস: নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়ির ১৬টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

আজ রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নগর ইউনিয়নের নগর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নগর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু জানান, বিকেলে নগর গ্রামের মাতেব আলী মণ্ডলের ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন পাশের শুকুর আলী, বেনু বেগম, আবেদ আলী ও তালিম হোসেনের বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বনপাড়া থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই পাঁচটি বাড়ির ১৬টি ঘরসহ মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে অন্তত ১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

মন্তব্য করুন