

পাবলিক ভয়েস: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওয়াহেদ ম্যানশন ভবনের বেইজমেন্টে মজুতকৃত কেমিক্যাল অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ শনিবার ওয়াহেদ ম্যানশন ভবন পরিদর্শন এসে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ওয়াহেদ ম্যানশন থেকে কেমিক্যাল গোডাউন সরানোর মাধ্যমে পুরান ঢাকার সকল কেমিক্যাল কারখানা সরানোর কাজ শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যাবে ততক্ষণ আমাদের অপসারণ কাজ অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, আপনারা আমাদের তথ্য দিন। কোন কোন বাড়িতে কেমিক্যাল রয়েছে। কোন বাড়িতে কেমিক্যাল পাওয়া গেলে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ৬৭ জন নিহতের খবর জানায় ঢাকা জেলা প্রশাসন। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪১ জন।