

পাবলিক ভয়েস: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে পাচারের সময় ২৮ ভরি ১৫ আনা স্বর্ণসহ সুনিল বিশ্বাস (৫৮) নামে এক যাত্রীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে তাকে আটক করা হয়। সুনিল ঢাকার নবাবগঞ্জ আজুগারা এলাকার হরেন্দ্র বিশ্বাসের ছেলে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বুড়িমারী স্থলবন্দর দিয়ে স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবিকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পাসপোর্টধারী যাত্রী সুনিলের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২৮ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণ জব্দ করা হয়। এর মধ্যে দুটি স্বর্ণে বার ও বাকি সব অলংকার। পরে অবৈধভাবে স্বর্ণ পাচারের দায়ে সুনিলকে আটক করে পুলিশ।
এ ঘটনায় সুনিলের বিরুদ্ধে পাটগ্রাম থানায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।