ওমানে সফলতার আরেকটি ধাপ অতিক্রম করলো বাংলাদেশী কোম্পানি “আল বারাকাহ শপিং সেন্টার”

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
“আল বারাকাহ শপিং সেন্টার”

বাইজিদ আল-হাসান (ওমান প্রতিনিধি) সফলতার আরেকটি ধাপ অতিক্রম করলো ওমানে বাংলাদেশী মালিকানাধীন কোম্পানি “আল বারাকাহ শপিং সেন্টার” । সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে নতুন আরেকটি ব্রাঞ্চ উদ্ভোদন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওমানি মেয়ের শেখ জায়িদ বিন জুমা আল-জুনাইবি।

বর্তমান বিশ্বের যতগুলো দেশ থেকে রেমিটেন্স আসছে এর ভিতর ওমান অন্যতম একটি দেশ, যে দেশটি রেমিট্যান্স প্রেরণে বিশ্বের চার নাম্বারে অবস্থান করছে, ওমান থেকে যে সকল রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে, তার ভিতর জনাব আবু ইউসুফ অন্যতম একজন রেমিটেন্স যোদ্ধা। নিজ ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে দীর্ঘদিন যাবত ওমানে অত্যন্ত সুনামের সাথে নিজের ব্যবসা পরিচালনা করছেন।

ইতিমধ্যেই তার সততা ও যোগ্যতা দিয়ে ওমানের রাজধানী মাস্কাটের প্রান কেন্দ্র রুই তে তার রয়েছে আল বারাকাহ শপিং সেন্টার, আল বারাকাহ ট্রাভেলস ও ইলেকট্রনিক আইটেমের শো-রুম, এছাড়াও মাস্কাটের বাহিরেও রয়েছে তার একাধিক ব্রাঞ্চ, সম্প্রতি দুকুম নামক শহরে নতুন আরেকটি ব্রাঞ্চ উদ্ভোদন করেন বাংলাদেশী এই ব্যবসায়ী।

উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় মেয়র শেখ জায়িদ বিন জুমা আল-জুনাইবি ও শেখ আলী হামেদ রাশেদ আল-রাশেদী। এছাড়াও আল বারাকার স্থানীয় পার্টনার ইউনুস খামেস আল বেরাসেদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

মেয়র বাংলাদেশিদের এমন সফলতা দেখে মুগ্ধ হন, তিনি বলেন “আবু ইউসুফ অত্যন্ত ভালো একজন ব্যবসায়ী ও পরিশ্রমী, তাই অতি অল্প বয়সেই অনেক সফলতা অর্জন করেছে, সফল হতে হলে পরিশ্রমের বিকল্প নাই, তিনি ওমানের সাথে বাংলাদেশের ব্যবসায়ীক সম্পর্ক আরো বাড়ানোর তাগিদ দেন” এসময় স্থানীয় বাংলাদেশীদের উপস্থিতি ছিলো লক্ষনীয়।

এছাড়াও ইন্ডিয়ান, পাকিস্তানি ও বিশ্বের অন্যান্য দেশের নাগরিকরা উপস্থিত ছিলেন। সবশেষে ফিতে কেটে নতুন ব্রাঞ্চ উদ্ভোদন করেন শেখ জায়িদ বিন জুমা আল-জুনাইবি।

মন্তব্য করুন