

টঙ্গী মাঠে চলছে মাওলানা সা’দ কান্ধলভী অনুসারীদের বিশ্ব ইজতেমা। পূর্বঘোষিত তারিখ অনুসারে আজ তাদের অংশের আখেরি মোনাজাত করার কথা ছিল। কিন্তু সা’দপন্থী অংশের তাবলীগের সাথীরা তাদের ইজতেমার সময় একদিন বাড়িয়েছে। ফলে দ্বিতীয় পর্বের সা’দপন্থীদের ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায়, যা আগে আজ (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার মধ্যে হওয়ার কথা ছিল।
ইজতেমা মাঠের খোজ নিয়ে দেখা গেছে, আজ যদি আখেরি মোনাজাত হতো তবে খুব কম সংখ্যক লোকের উপস্থিতিতে মোনাজাত করতে হতো তাদের। কারণ বৈরি আবহাওয়া ও প্রথম পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত করে আলমী শূরার তত্বাবধানের অংশ ইজতেমার মাঠ ছেড়ে চলে যাওয়ায় টঙ্গী মাঠের বেশিরভাগ অংশই খালি পড়ে আছে সা’দপন্থীদের অংশের ইজতেমার সময়। একদিন বাড়িয়ে তাদের মুসুল্লি সংখ্যা বাড়ে কি না তা জানা যাবে কাল আখেরি মোনাজাতের সময়।
ইজতেমা মাঠের সার্বিক অনুসন্ধানে দেখা গেছে, ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সা’দপন্থীদের বিশ্ব ইজতেমার নেতৃত্ব, কর্তৃত্ব করছেন আলমী শূরার ১৩ সদস্যের একজন ইঞ্জিনিয়ার ওয়াসিফুল আলম। তাকে সহযোগীতা করছেন দিল্লি থেকে আগত নিজামুদ্দিন মারকাযের একটি প্রতিনিধিদল।এবং এই সম্পূর্ন ইজতেমাতেই কেবল নিজামুদ্দিন মারকাজের জয়জয়কার দেখা গেছে। সব মুরুব্বি কেবল নিজামুদ্দিনেরই। এর বাইরে বিদেশী মুরুব্বিদের উপস্থিতিও খুব কম বা নাই বললেই চলে। তবে ইজতেমার আগের অংশে মাও. আহমদ লাট, মাও. ইবরাহীম দেওলা, মাওঃ জুহাইরুল হাসান, মাও. যোবায়েরসহ আলমী শূরার বেশিরভাগ মুরুব্বিরার উপস্থিত হলেও ইজতেমার এ অংশে ইঞ্জিনিয়ার ওয়াসিফ ছাড়া কেহই উপস্থিত থাকছেন না।
তাবলীগের মুরুব্বি হিসেবে বিশ্বব্যাপী ১৩ জন মুরুব্বীকে প্রধান ধরা হতো। যে ১৩ জনের মধ্যে মাত্র দুজন রয়েছেন এক পক্ষে তারা হলেন মাও. সা’দ কান্ধলভী এবং ইঞ্জিনিয়ার ওয়াসিফুল আলম। কিন্তু দু পক্ষের মধ্যাকার সমস্যার কারণে এই দুজনের একজনও বিশ্ব ইজতেমার প্রথম অংশে উপস্থিত হতে পারেননি। মাও. সা’দ দ্বিতীয় অংশেও বাংলাদেশে আসতে পারবেন না মর্মে সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে সা’দপন্থীদের ইজতেমায় তাবলীগের মূল মুরুব্বিদের মধ্যে কেউ নেই বললেই চলে কেবল ইঞ্জি. ওয়াসিফ ছাড়া।
আরও পড়ুন : ইজতেমা বিষয়ে পাবলিক ভয়েসের সব রিপোর্ট একসাথে