

পাবলিক ভয়েস: রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দিপাড়া এলাকার ব্যাংক কলোনিতে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
গতকাল রোববার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।