
পাবলিক ভয়েস: সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি এলাকার একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক শ্রমিক।
আজ রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, আজ দুপুরে হঠাৎ দেয়াল ধসে দুই শ্রমিক আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হতাহতদের নাম জানা যায়নি।

