

আলমী শূরা ও তাবলিগের বেশিরভাগ মুরুব্বিদের তত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমার আখেরী মুনাজাত হয়েছে শনিবার (১৬ ফেব্রুয়ারি)। প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে মাঠ খালি করে চলে গেছেন তারা। এরপর ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তাবলিগের “একক আমীর মেনে তাবলিগ পরিচালনা করতে চাওয়া” মাও. সা’দ কান্ধলভী অনুসারীদের বিশ্ব ইজতেমা।
বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে তাবলিগের উভয় পক্ষের মুরুব্বিরা এ সিদ্ধান্তই নিয়েছিল। দুই পক্ষকে তিন দিনের পরিবর্তে ইজতেমা চারদিনে করে দুইদিন দুইদিন করে ভাগ করে দেয়া হলেও আলমী শূরার মুরুব্বিদের সাথে পরামর্শক্রমে এক পক্ষ তাদের ইজতেমা একদিন বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু করেছে। অপরপক্ষে সা’দপন্থীরাও ঘোষণা দিয়েছে তারা শেষে একদিন বাড়িয়ে নেবে কিন্তু প্রশাসনের নির্দেশ রয়েছে ১৮ তারিখ ইজতেমা মাঠ খালি করে দিতে।
জানা গেছে, আজ থেকে শুরু হওয়া সা’দপন্থীদের বিশ্ব ইজতেমার নেতৃত্ব, কর্তৃত্ব করবেন আলমী শূরার ১৩ সদস্যের একজন ইঞ্জিনিয়ার ওয়াসিফুল আলম। তাকে সহযোগীতা করবেন দিল্লি থেকে আগত নিজামুদ্দিন মারকাযের একটি প্রতিনিধিদল।
তবে ইজতেমার আগের অংশে মাও. আহমদ লাট, মাও. ইবরাহীম দেওলা, মাওঃ জুহাইরুল হাসান, মাও. যোবায়েরসহ আলমী শূরার বেশিরভাগ মুরুব্বিরার উপস্থিত হলেও ইজতেমার এ অংশে ইঞ্জিনিয়ার ওয়াসিফ ছাড়া কেহই উপস্থিত থাকছেন না।
তাবলীগের মুরুব্বি হিসেবে বিশ্বব্যাপী ১৩ জন মুরুব্বীকে প্রধান ধরা হতো। যে ১৩ জনের মধ্যে মাত্র দুজন রয়েছেন এক পক্ষে তারা হলেন মাও. সা’দ কান্ধলভী এবং ইঞ্জিনিয়ার ওয়াসিফুল আলম। কিন্তু দু পক্ষের মধ্যাকার সমস্যার কারণে এই দুজনের একজনও বিশ্ব ইজতেমার প্রথম অংশে উপস্থিত হতে পারেননি। মাও. সা’দ দ্বিতীয় অংশেও বাংলাদেশে আসতে পারবেন না মর্মে সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে সা’দপন্থীদের ইজতেমায় তাবলীগের মূল মুরুব্বিদের মধ্যে কেউ নেই বললেই চলে কেবল ইঞ্জি. ওয়াসিফ ছাড়া।
এ প্রসঙ্গে সা’দপন্থীদের একাধিক ব্যক্তির কাছে ফোন করা হলেও তারা এসব বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে নাম উল্লেখ না করার শর্তে সা’দপন্থীদের সাথে সম্পর্কিত একজন বলেছেন, কোন মুরুব্বীরা আসছেন না এ কথা সঠিক নয় বরং নিজামুদ্দিন থেকে ৪০ জনেরও অধিক মুরুব্বিরা উপস্থিত থাকছেন আমাদের ইজতেমায়। আসছেন মাও. সাদ কান্ধলভীর প্রতিনিধি। এছাড়াও “আরব দেশসহ অনেক দেশ থেকেই সা’দপন্থীদের মুরুব্বিরা আসবেন তাদের ইজতেমায়” জানিয়েছেন তিনি।
কারা কারা উপস্থিত হচ্ছেন জানতে চাইলে তিনি সবার নাম বলতে না পারলেও কিছু নাম বলেছেন। যারা হলেন, নিজামউদ্দিন থেকে আসছেন নিজাম উদ্দিন এর মুরুব্বি মাওলানা শামীম, মুহা. শওকত, মাওলানা ওমর মালিক, মুফতী শেহজাদ, মুহা. মুরসালিন, এবং নিজামুদ্দিনের মুরুব্বি মাওলানা শামীমের ছেলে আহমদ হাসান বিন শামীম প্রমুখ
সা’দ কান্ধলভীর প্রতিনিধি হিসেবে কে আসছেন জানতে চাইলে বলেন, প্রতিনিধি হিসেবে সা’দ কান্ধলভীর সন্তান ইউসুফ বিন সাদ কান্ধলভী আসতে পারেন। তবে তাঁর আসাটাও নিশ্চিত নয়।
পড়ুন : বিশ্ব ইজতেমা নিয়ে পাবলিক ভয়েসের সব রিপোর্ট একসাথে