কওমী সিলেবাস নিয়ে আন্তর্জাতিক সেমিনার ১৯ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

হাওলাদার জহিরুল ইসলাম: কওমী মাদরাসার শিক্ষা সিলেবাস নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই৷ কেউ বলেন পরিবর্তন, কেউ বলেন সংস্কার দরকার৷ আসলেই কি সংস্কার প্রয়োজন নাকি পাঠদান পদ্ধতির সংস্কার দরকার? এসব বিষয়সহ কওমি শিক্ষা সিলেবাসের নানা দিক নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক আলেমদের মতামত জানা ও নানাবিধ প্রশ্নের জবাব খুঁজতে আগামী ১৯ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেসক্লাব সংলগ্ন বিএম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সেমিনার

আয়োজক কমিটির সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে এবং ফুযালায়ে দারুল উলুম দেওবন্দে’র ব্যবস্থাপনায় এ সেমিনার হতে যাচ্ছে বলে জানা গেছে৷ আট জন বিদেশি মেহমানসহ দাওয়াত করা হয়েছে বাংলাদেশের কওমী মাদরাসা ভিত্তিক ছয় শিক্ষা বোর্ডের মহাসচিব ও শীর্ষ আলেমদের৷ বিদেশি মেহমানদের মধ্যে রয়েছেন, আল্লামা হাবিবুর রহমান আজমী, আল্লানা আবদুল খালেক সাম্ভালী, আল্লামা আমিন পালনপুরী, আল্লামা মুজিবুল্লাহ কাসেমী, আল্লামা মুনির উদ্দিন নকশাবন্দী, আল্লামা রাশেদ আজমী৷এ ছয় জন ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে আসবেন

এ ছাড়া নদওয়া থেকে আল্লামা নিয়াজ আহমদ নদভি, আল আযহার থেকে ডক্টর আবু ইয়া’লা আহমদ সিদকি আবদুল মুনইম, ওমান থেকে খালেদ বিন মুহাম্মদ সালেম আল আবদালী, দক্ষিণ আফ্রিকা থেকে আল্লামা আমজাদ হুসাইন কাসেমী আগমণ করবেন৷ বাংলাদেশের আলেমদের মধ্যে আল হাইআতুল উলইয়া এর কো-চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী, বেফাক মহাসচিব শায়খুল হাদিস আল্লামা আবদুল কুদ্দুস, আল্লামা আবদু হালিম বোখারী, আল্লামা মিযানুর রহামান সাঈদ, মুফতি শামসুদ্দিন জিয়া, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী বিশেষভাবে উল্লেখযোগ্য৷ বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহি সভাপতি, মুফতি সৈয়দ মুহাম্মদ নুরুল করিম কাসেমির সভাপতিত্বে ১৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সেমিনার শুরু হওয়ার কথা রয়েছে৷

মন্তব্য করুন