মুন্সিগঞ্জে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: মুন্সিগঞ্জে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. হুমায়ুন (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, মাদক ও ডাকাতির ছয়টি মামলা রয়েছে।

নিহত হুমায়ুন মুন্সিগঞ্জ সদর থানার কালিরচর গ্রামের মৃত মোহন বেপারির ছেলে। তিনি মেঘনা নদীর নৌ-ডাকাত দলের সদস্য ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার মহাকালি ইউনিয়নের তালেশ্বর ব্রিজের নিচে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ কুন্ডু ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মিনহাজ আহত হয়েছেন। তারা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরো জানান, হুমায়ুনের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, মাদক ও ডাকাতির ছয়টি মামলা রয়েছে। এছাড়া তিনি মেঘনার নৌ-ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন।

চর আব্দুল্লাহ পুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু বলেন, মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীর অংশ আমরাই দেখে থাকি। আমাদের কাছে মৌখিকভাবে হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ ছিল। তবে আমাদের সামনে কোনোদিন তিনি পড়েননি। নৌ-ডাকাত হিসেবে তিনি নতুন। মামলা, অভিযোগের বিষয়টি সদর থানা দেখে থাকে।

মন্তব্য করুন