ইয়াবা পাচারে বিশ্ব ইজতেমার বাস ব্যবহার দুষ্কৃতিকারীর : সতর্ক হতে বললেন র‍্যাব

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

অভিনব কৌশলে গ্যাসের সিলিন্ডারের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারকালে যাত্রীবাহী হানিফ পরিবহন থেকে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের প্রবেশদ্বার লিংকরোডে এ অভিযান চালানো হয় এবং তাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের অভিযানকারীরা পরে গ্যাস সিলিন্ডার ভেঙে ৪টি পোটলা উদ্ধার করে। সেখানে ৪০ হাজার ইয়াবা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্যাস সিলিন্ডার উদ্ধার করা গাড়িতে ৪৭ জন যাত্রী ছিল। সবাই সা’দপন্থীদের তত্বাবধানে পরিচালিত টঙ্গী ইজতেমার উদ্দেশ্যে যাচ্ছিলো বলে এক যাত্রী জানিয়েছেন।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানিয়েছেন, নিরাপদে ইয়াবা পাচারের কৌশল হিসেবে গ্যাসের সিলিন্ডারকে ব্যবহার করছিল এই পাচারকারী। সে বিশ্ব ইজতেমায় যাচ্ছে বলেও জানিয়েছে। তবে তার বিশ্ব ইজতেমায় যাওয়ার বিষয়টি প্রতারণা বলেই মনে করছেন তারা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সাথে সাথে তিনি ইজতেমায় যাওয়া বা ইজতেমা থেকে আসা রিজার্ভ বাসের দায়িত্বে থাকা ব্যক্তিদের সতর্ক থাকতে বলেছেন।

আটক পাচারকারী নিজেকে টেকনাফের হ্নীলা ১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন। তার স্বীকারোক্তি মতে ওই ক্যাম্পের মাঝির নাম শুক্কুর। সে ইয়াবাগুলো ঢাকার টঙ্গীতে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। তবে ইয়াবাগুলো কার? তাকে কে দিয়েছে? কার কাছে নিয়ে যাচ্ছে? তা জানা যায়নি।

আটক পাচারকারীর সঠিক নাম-ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।রোহিঙ্গা ক্যাম্পে খোজ নিয়ে তার পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান আরো জানিয়েছেন, সিলিন্ডারে করে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে একটি সিলিন্ডার উদ্ধার করা হয়। ওই সিলিন্ডারটি ভেঙে পলিথিন মোড়ানো চারটি পোটলা বের করা হয়। যেখানে আনুমানিক ৪০ হাজার ইয়াবা হতে পারে। এ সময় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল

মন্তব্য করুন