হাটহাজারীতে ৬ বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯

পাবলিক ভয়েস: হাটহাজারীর চৌধুরী হাট এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার স্টেশন। আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, চৌধুরীহাট বাজারের পূর্ব পাশে নবীন সাধুর বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ ও হাটহাজারী ফায়ার স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়াও অন্তত ৩০ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।

তবে ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক নুপুর দেব জানান, এ অগ্নিকাণ্ডে স্থানীয় উজ্জ্বল পালিত, সজল পালিতসহ ১০ ব্যক্তির মালিকানাধীন ১০টি বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বসতঘরের মধ্যে অনেকের ঘরে নগদ টাকা, স্বর্ণসহ মূল্যবান সামগ্রী ছিলো। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাবে। সব হারিয়ে এসব মানুষ এখন খোলা আকাশে নিচে মাথা গুজার ঠাঁয় খুঁজছে।

মন্তব্য করুন