কলরবের স্বর্ণপদক প্রাপ্ত কণ্ঠশিল্পী আবু রায়হানের বাবার ইনতেকাল

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আবু রায়হানের সাথে তার বাবা মাওলানা ইয়াসিন

পাবলিক ভয়েস: আজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় কলরবের জনপ্রিয় স্বর্ণপদক প্রাপ্ত কণ্ঠশিল্পী আবু রায়হানের বাবা মাওলানা ইয়াসিন ইনতেকাল করেছেন। আবু রায়হানের দেশের বাড়ি কুড়িগ্রাম জেলায়। আজ সকাল ১০ টায় মাওলানা ইয়াসিনের অসুস্থতা্ দেখা দিলে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে তারা তাকে ফিরিয়ে দেন।

এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে আইসিইউতে রেফার করেন। সেখানে প্রায় ৫ ঘন্টা থাকার পর সন্ধ্যা ৭ টায় তিনি ইন্তেকাল করেন। এ বিষয়ে কলরবের হলিটিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামানে-এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা কলরব পরিবার আবু রায়হানের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ তাদের “ছবরে জামিল” এখতিয়ার করার তৌফিক দান করুক।

উল্লেখ্য যে, ‘কলরব’ ইসলামি সঙ্গীতের এক অনন্য প্রতিষ্ঠান। কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামি সঙ্গীত ও দেশাত্মবোধক গাণের পরিবেশনায় ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেই চলেছে। সুস্থ ইসলামি সংস্কৃতির বিকাশে কলরব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

মন্তব্য করুন