

পাবলিক ভয়েস: বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় সিএনজি চালিত অটোরিকশা এবং কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় সিএনজি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রহিমা বেগম (৪৮) এবং সুমাইয়া আক্তার (১৩)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় একটি পেট্রাল পাম্পের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।