
পাবলিক ভয়েস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ট্রাকের চাপায় মো. আকরাম হাওলাদার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তুষখালী ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম হাওলাদার পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১১টার দিকে আকরাম হাওলাদার মোটরসাইকেলে করে তুষখালী যাচ্ছিলেন। পথে মঠবাড়িয়া-তুষখালী সড়কের তুষখালী ইউনিয়ন পরিষদের সমানে বিপরীত দিক দিয়ে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
		
