ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমান শাখার নতুন কমিটি গঠন

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯

বাইজিদ আল-হাসান, ওমান থেকে

ওমানের সর্ববৃহৎ ইসলামি সাংস্কৃতিক সংগঠন “ইসলামী সাংস্কৃতিক ফোরাম” ওমান শাখার ২০১৯-২০ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। মরুর দেশেও ইসলামি সাংস্কৃতিক বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামি সাংস্কৃতিক ফোরাম ওমানের কর্মীরা।

বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষা করা ও দেশীয় সুস্থ সাংস্কৃতি প্রবাসীদের মাঝে তুলে ধরার মধ্য দিয়ে দীর্ঘদিন যাবত ওমানে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে সংগঠনটি ওমানের বাংলাদেশী কমিউনিটির মাঝে সর্ববৃহৎ ইসলামি সাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে।

সম্প্রতি এই সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, এতে হাফেজ মাহবুবুর রহমান কে দ্বিতীয় বারের মতো সভাপতিশাহাদাত হোসেন ভাসানীকে সেক্রেটারী করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সংগঠনের বিভিন্ন পদে যারা আছেন, হাফেজ মাহবুব এলাহি, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ জাকারিয়া, হাফেজ ইয়াসিন আরাফাত, হাফেজ কামরুল হাসান সাকি, হাফেজ আমির বিন সুলতান, হাফেজ কারি মুসা ও সাংবাদিক বাইজিদ আল-হাসান কে মিডিয়া সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এতে ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ ও রাখা হয়েছে। ওমানের বিশিষ্ট ব্যবসায়ী শেখ সলিমুল্লাহ সেলিম, হাজি ইউসুফ মোল্লা মাওলানা মির আহমেদ মিরু, মাওলানা মিজানুর রহমান ও মাওলানা ওবায়দুর রহমানকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে নতুন কমিটিতে।

নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছে ওমানের বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন