

পাবলিক ভয়েস: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর বাদাম এলাকায় এনন টেক্স নামক একটি টেক্সটাইল মিলের সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান বলেন, টঙ্গীর বাদাম এলাকায় এনন টেক্স নামে একটি টেক্সটাইল মিলের সুতার গোডাউনে রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, ইপিজেড ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজে অংশ নেন। তারা আগুন নিয়ন্ত্রণের।
তিনি আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং কতক্ষণে নিয়ন্ত্রণ হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।