

আলেমদের তত্ত্বাবধানে (আলমি শুরা মেনে তাবলীগ পরিচালনা করতে চাওয়া অংশ) দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজ থেকে। টঙ্গী মাঠের তুরাগ তীরে চলছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই আয়োজন।
খবর নিয়ে জানা গেছে, এবারের বিশ্ব ইজতেমায় আলেমদের অংশের সময়ে তাবলীগের পুরনো অনেক সাথীরা এসে উপস্থিত হচ্ছেন যারা গত বেশ কয়েকটি ইজতেমায় অভ্যন্তরিন সমস্যার কারণে উপস্থিত হতে পারেননি। বিশেষ করে মাওলানা সাদ কান্দলভীর একক আমীর হওয়ার বিষয়টি নিয়েই তাবলীগের মধ্যে টানাপোড়েন চলছিল। কিন্তু আলমি শুরা মেনে তাবলীগ পরিচালনা করার পক্ষে থাকা অংশের আলাদা নেতৃত্বে পরিচালিত হওয়া বিশ্ব ইজতেমায় সেই সব পুরনো সাথীরা এবং মুরুব্বীরা এসে উপস্থিত হচ্ছেন।
বিশ্ব ইজতেমার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একাধিক তাবলীগের একাধিক জিম্মাদার পাবলিক ভয়েসের কাছে এ বিষয়ে নিশ্চিত করেছেন। দায়িত্বে থাকা মাও. আমানুল হক বলেন, এবারের বিশ্ব ইজতেমায় প্রথম তিন দিন অংশে আলমি শুরার বেশিরভাগ মুরুব্বীরাই উপস্থিত হবেন। এছাড়াও কানাডার শূরা সদস্যদের উদ্দেশে পাঠানো আমেরিকান প্রবাসী বিশ্ব তাবলীগের জিম্মাদার ডক্টর আবদুল আউয়ালের এক ভয়েস বার্তায় এ তথ্য জানা যায়। তিনি বলেন, দিল্লীর সিদ্ধান্ত অনুযায়ী বুধবার আহমদ লাঠ ও ইবরাহীম দেওলাসহ অন্যান্য আলমী শূরার মুরুব্বীহগণ বাংলাদেশে পৌঁছাবেন।
বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগ পরিচালনার জন্য ১৩ জনের “আলমি শুরা” নির্ধারণ করা হয়েছিল। যে ১৩ সদস্যের মধ্যে ৯ জনই এবার বিশ্ব ইজতেমায় আসবেন বলে জানা গেছে। ১৩ সদস্যের মধ্যে দুজন হলেন মাওলানা সাদ কান্দলভী এবং ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম (বাংলাদেশ অংশ)। উনারা যেহেতু আলমি শুরা মেনে চলছেন না তাই উনারা প্রথম তিনদিনে থাকবেন না এবং মাওলানা সাদ কান্ধলভী বিশ্ব ইজতেমার কোন অংশেই উপস্থিত হবেন না। এছাড়া বেশিরভাগ মুরুব্বিরাই আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হওয়া প্রথম তিনদিন অংশে উপস্থিত হচ্ছেন বলে জানা গেছে।
যাদের মধ্যে রয়েছেন মাও. আহমদ লাট, মাওলানা ইব্রাহীম দেওলা, মাওলানা জুবায়েরসহ পাকিস্তানের আলমি শুরার মুরুব্বীরা।