নিউমার্কেটকে বর্ধিত করার সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

পাবলিক ভয়েস: রাজধানীর নিউমার্কেটের একতলাবিশিষ্ট ভবনের উপরের দিকে বর্ধিত করা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।

ব্যারিস্টার অনিক আর হক আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন শেখ শফিক মাহমুদ পুষ্প।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল বেপারি আদালতে রিট আবেদনটি করেন। ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেছিলেন।

রুলে মার্কেটের ভেতর ও বাইরের ফুটপাত দখল করে উপরের দিকে মার্কেট বর্ধিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। সেই রুলের শুনানি শেষে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

উল্লেখ্য, নিউমাকের্টের ছাদের ওপর স্টিলের ছাউনি দিয়ে ১৭৮ দোকান নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মন্তব্য করুন