কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ধলনগর গ্রামের একটি মাঠ থেকে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত জাহিদুল ওই এলাকার ময়না মন্ডলের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্ত চক্র জাহিদুলকে পিটিয়ে হত্যা করে মরদেহ ফেলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে এ হত্যাকাণ্ডে সঙ্গে যারাই জড়িত আছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন