ইজতেমা মাঠে পৌঁছেছেন মাও. আহমদ লাট : আছরের পর থেকে বয়ান শুরু

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

বিশ্ব ইজতেমা মাঠে এসে উপস্থিত হয়েছেন দাওয়াত ও তাবলীগের আলমি শুরার মুরুব্বী মাওলানা আহমদ লাট।

ইজতেমা মাঠের গুরুত্বপূর্ণ দায়িত্বে দাওয়াত তাবলীগের জিম্মাদার থাকা মাও. আমানুল হক পাবলিক ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইতোমধ্যেই ইজতেমা মাঠে এসে উপস্থিত হয়েছেন আহমদ লাট এবং আসছেন মাওলানা ইব্রাহীম দেওলা সাহেব সহ আলমী শুরা বেশিরভাগ মুরুব্বীরা। মাওলানা ইব্রাহীম দেওলা  বাংলাদেশের পথে আছেন বলেও জানান তিনি

ইজতেমা মাঠের নিয়মতান্ত্রিক কাজের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সকালে কিছু হেদায়েতি বয়ান ও যোহরের নামাজের পর অল্প কিছু আলোচনা হলেও বয়ানের মূল কার্যক্রম শুরু হবে আসরের নামাজের পর থেকে। আসরের পরে কে বয়ান করবে জানতে চাইলে তিনি বলেন আসরের পরের বয়ান নির্ধারিত নেই তবে মাশোয়ারার সিদ্ধান্ত অনুযায়ী মুরুব্বীদের যে কোন কেউ বয়ান করবেন।

প্রসঙ্গত : আলেমদের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজ থেকে। টঙ্গী মাঠের তুরাগ তীরে চলছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামী এই সম্মিলন। সারা দেশ থেকে আগত মুসল্লীরা দলে দলে আসছেন ইজতেমা ময়দানে।

ইজতেমা মাঠে উপস্থিত জনগণের একাংশ

ইজতেমা মাঠ থেকে খোঁজ নিয়ে জানা গেছে সকাল থেকেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে আরো লোকজন বিভিন্ন অঞ্চল থেকে আসছেন এবং এবং ইজতেমার আমলের সাথে জুড়ছেন।

মন্তব্য করুন