রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

পাবলিক ভয়েস: রাজশাহী দামকুড়া থানার মুড়ারিপুর এলাকায় ট্রলির চাপায় মঞ্জুরুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, সকালে রাস্তা পারাপারের সময় একটি ট্রলি মঞ্জুরুলকে ধাক্কা দিয়ে পালিয় যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সদর ফায়ার সার্ভিসে খবর দেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজশাহীর দামকুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, মঞ্জুরুল ইসলাম কৃষক ছিলেন।বয়স হয়ে যায় কিছুদিন থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে চা পানের উদ্দেশ্যে বের হন। কিন্তু রাস্তা পারাপারের সময় মুরারীপুর এলাকায় ট্রলির চাপায় তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। তাই নিহতেরর মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান দামকুড়া থানার এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন