ফাইল ফটো : পাবলিক ভয়েস

পাবলিক ভয়েস: নেত্রকোণা পৌরসভার পুকুরিয়া গ্রামে পুকুরে ডুবে লাবণ্য আক্তার (৭) ও সুবর্ণ আক্তার (৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
লাবণ্য ও সুবর্ণ একই গ্রামের কবির হোসেনের মেয়ে। লাবণ্য মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রতিবেশী উজ্জ্বল মিয়া জানান, দুপুরে দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। টের পেয়ে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।

