

পাবলিক ভয়েস: বিএসটিআই’র সনদ না থাকা, পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও উৎপাদনকারীর নাম না থাকা, ওজনে কম দেওয়ায় নরসিংদীর চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই’র সার্ভিল্যান্স টিম।
আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিএসটিআই’র সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেনের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. ইনজামামুল হক এ অভিযান পরিচালনা করেন।
বিএসটিআই জানায়, রায়পুরার মেসার্স আবেদা ট্রেডার্স ডিজিটাল স্কেলের বিএসটিআই থেকে ভেরিফিকেশন সার্টিফিকেট গ্রহণ না করে ব্যবহার, মাদবদী বাসস্ট্যান্ড এলাকার মেসার্স সাগর মটরস ডিজিটাল স্কেলের বিএসটিআই থেকে ভেরিফিকেশন সার্টিফিকেট ও লিটার মেজার্সের ভেরিফিকেশন সার্টিফিকেট গ্রহণ না করায় মামলা দায়ের করা হয়।
এছাড়াও নরসিংদী সদর ও বেলাবো এলাকার মেসার্স কাটাবন অ্যান্ড কোং এর পাউরুটি পণ্যের মোড়কে এবং মেসার্স ফয়সাল স্টোরের বিস্কুটের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও উৎপাদনকারীর নাম ইত্যাদি উল্লেখ না থাকা ও ওজনে কম দেওয়ায় মামলা করা হয়েছে।