

মুসলমানদের বৃহৎ গন জমায়েত দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। আগামী ১৫ থেকে ১৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন রুটে এই বিশেষ ট্রেন চলাচল করবে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সেবা দেয়ার লক্ষ্য নিয়েই এই ট্রেন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, (দু্ই পক্ষের) আখেরি মোনাজাতের আগে ও মোনাজাতের দিন বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এ ট্রেন চলবে।
বিশেষ ট্রেনের নাম ও সময়সূচী
ঢাকা-টঙ্গী-ঢাকা: জুমা স্পেশাল (১৫ ফেব্রুয়ারি)। ১৬ ফেব্রুয়ারি প্রথম দফা মোনাজাতে ‘মোনাজাত স্পেশাল ১, ২, ৩, ৪’ নামে আলাদা ৪টি স্পেশাল ট্রেন ঢাকা-টঙ্গীর মধ্যে চালানো হবে।
লাকসাম-টঙ্গী ও জামালপুর-টঙ্গী: দু’টি (শুধুমাত্র ১৭ ফেব্রুয়ারি)।
১৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফায় আখেরি মোনাজাতের দিন। ঢাকা-টঙ্গী আটটি। টঙ্গী-ঢাকা আটটি। টঙ্গী-লাকসাম একটি। টঙ্গী-আখাউড়া একটি। টঙ্গী-ময়মনসিংহ চারটি এবং টঙ্গী-টাঙ্গাইল দু’টি ট্রেন চলাচল করবে।
এছাড়াও ১২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি (দ্বিতীয় দফার আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত) ঢাকা অভিমুখী সব আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট করে থামবে। ওই সব আন্তঃনগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেনগুলো (আপ ও ডাউন) টঙ্গী স্টেশন দুই মিনিট করে থামবে।
ইজতেমা উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকবে।
এছাড়াও বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা বিবেচনায় রেলওয়ের বিশেষ পুলিশ ফোর্স এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যক্তিবর্গ বিভিন্ন ট্রেন স্টেশনে উপস্থিত থাকবেন
প্রসঙ্গত : আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ১৪, ১৫, ১৬ ই ফেব্রুয়ারি ওলামায়ে কেরাম এবং আলমি শুরা মেনে তাবলীগ পরিচালনা করতে চাওয়া তাবলীগের সাথীরা ইজতেমা মাঠে জড়ো হবেন এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে এই তিন দিন ইজতেমার কাজ পরিচালনা করা হবে। সরকারিভাবে যদিও ১৫, ১৬ ফেব্রুয়ারি দুই দিন তাবলীগের মুরুব্বী মাওলানা জুবায়ের সাহেবের নেতৃত্বে ইজতেমা পরিচালনার কথা বলা হয়েছিল কিন্তু উলামায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব ইজতেমা তিন দিনের ঐতিহ্য ধরে রাখতে এবং তাবলীগের সাথীদের সমর্থনে ১৪ ই ফেব্রুয়ারি থেকে এই বিশ্ব ইজতেমা শুরুর সিদ্ধান্ত করা হয় এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোন আপত্তি জানানো হয়নি।
অপরদিকে ১৭, ১৮ ফেব্রুয়ারি এই দুই দিন সাদ কান্ধলভীপন্থী তাবলীগের সাথীরা বিশ্ব ইজতেমা পরিচালনা করবেন। তবে সাধারণ তাবলীগিদের মধ্যে আলেমদের বিশ্ব ইজতেমা বিষয়ে অধিক আগ্রহ লক্ষ্য করা গেছে এবং জানা গেছে আলেমদের বিশ্ব ইজতেমায় সবচেয়ে বেশি বিদেশি মেহমান উপস্থিত হতে পারে।