হাটহাজারীতে আগুনে পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

পাবলিক ভয়েস: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে হাটহাজারীর দক্ষিণ ফতেপুরে ৮টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে ২০ লাখ টাকার মালামাল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি স্টেশনের ৩টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দক্ষিণ ফতেপুর ৬ নম্বর ওয়ার্ডের মেহের আলী চৌধুরী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাটহাজারী ও বায়েজিদ স্টেশনের ৩টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আটজন মালিকের ৮টি বসতঘর পুড়ে গেছে।

 

মন্তব্য করুন