

পাবলিক ভয়েস: ঝিনাইদহ সদর ও মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার বিষয়খালী এলাকা ও সন্ধ্যায় মহেশপুর উপজেলার বেলেমাঠ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আজ মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, বিকেলে বেলেমাঠ এলাকায় বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন জামিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি। এসময় মহেশপুর থেকে চৌগাছাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জামিরুল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জাবর আলীর ছেলে।
অপরদিকে, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, সন্ধ্যায় জেলার কালীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি মাহেন্দ্র সদর উপজেলার বিষয়খালী বাজারে আসছিল। পথে মাহেন্দ্রটি বিষয়খালী এলাকার তেল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি উল্টে আট যাত্রী আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।