

পাবলিক ভয়েস: বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে তিনটি বসতঘর।
আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে বোয়ালখালী উপজেলার মধ্যম কদুরখীল কমল মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, সকাল সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বোয়ালখালীর মধ্যম কদুরখীল কমল মহাজনের বাড়িতে তিনটি বসতঘর পুড়ে গেছে। বোয়ালখালী ফায়ার স্টেশনের দুইটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।