যশোরে ‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে নিহত ১

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: যশোরের কেশবপুরে ‌‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে নাঈম ইসলাম (২৫) নামে যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার ভাণ্ডারখোলা-হাড়িয়াঘোপ এলাকায় এ ঘটনা ঘটে। নাঈম উপজেলার নতুন মূলগ্রামের বাসিন্দা।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর রাতে গরু চুরির চেষ্টাকালে ভাণ্ডারখোলা-হাড়িয়াঘোপ এলাকাবাসীর হাতে ধরা পড়ে নাঈম। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহিন বলেন, গণপিটুনিতে নিহত চোরের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন