

পাবলিক ভয়েস: সাভারের আশুলিয়ায় আগুন লেগে চারটি বসতঘর পুড়ে গেছে।
আজ সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার মধুপুরে খন্দকারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভারের ডিইপিজেড এর সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, দুপুরে ওই এলাকার আব্দুল হকের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি ঘড় পুড়ে যায়।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।