লাবিব গ্রুপ কাপ গল্‌ফ টুর্নামেন্টের পর্দা নামল

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯

পাবলিক ভয়েস: লাবিব গ্রুপ কাপ গল্‌ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সাভার গল্‌ফ ক্লাবে ৭ ফেব্রুয়ারি থেকে তিনদিন ব্যাপী ১ম লাবিব গ্রুপ কাপ গল্‌ফ টুর্নামেন্ট– ২০১৯ অনুষ্ঠিত হয়।

গত শনিবার সকাল ১০ টায় চূড়ান্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ হাসান। আর বিকেলে ক্লাব হাউস মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাভার গল্‌ফ ক্লাবের প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার জেনারেল মো. আকবর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশের বিশিষ্ট শিল্পপতি ও লাবিব গ্রুপের চেয়ারম্যান এবং টুর্নামেন্ট স্পন্সর সালাউদ্দিন আলমগীর, সিআইপি। এসময় সাভার গল্‌ফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগণ, সদস্য সচিব এবং প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে দেশি বিদেশি তিন শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টে জেন্টস ১৮ হোল, ভ্যাটার্ন, সুপার সিনিয়র, সিনিয়র, লেডিস ও জুনিয়র গ্রুপে যথাক্রমে চ্যাম্পিয়ন হয়েছেন-

জুনিয়র উইনার: ফাতিমা আফরা

লেডিস উইনার: রওশন ইউসুফ

সিনিয়র উইনার: উইং কমান্ডার মইবুল

সুপার সিনিয়র উইনার: ইঞ্জিনিয়ার প্রধান

ভ্যাটার্ন উইনার: মেজর জেনারেল আজিজ (অবঃ)

চ্যাম্পিয়ন: মেজর জেনারেল রেজানুর (অবঃ)

মন্তব্য করুন