রাজধানীর বংশালে মোটরসাইকেলের দোকানে আগুন

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯

পাবলিক ভয়েস: রাজধানীর বংশাল এলাকায় একটি মোটরসাইকেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ২টা ৩৫ মিনিটে বংশাল কবরস্থানের সামনে একটি দোকানে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, ‘আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ৪টি ইউনিট পাঠানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশে মোটরসাইকেল ও মোটরসাইকেল পার্টসের অনেক দোকান রয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।’

মন্তব্য করুন