চরফ্যাশনে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯

ভোলার চরফ্যাশনে আশ্রাফিয়া এসহাকিয়া কেরাতুল কোরআন (হাজী আলাউদ্দিন তালুকদারের মাদরাসা) মাদরাসায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর উদ্যোগে ভোলা দক্ষিণ জেলা ও চরফ্যাশন উপজেলার “জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০১৯” অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী করা হয়েছে।

পুরস্কার বিতরণ পূর্ব অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন আশরাফিয়া এসহাকিয়া কেরাতুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলা সভাপতি হাজী আলাউদ্দিন তালুকদার ও মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। এছাড়াও বক্তব্য রাখেন উক্ত মাদরাসার বর্তমান মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর স্থানীয় নেতৃবর্গ।

প্রতিযোগিতা অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ভোলা দক্ষিণ জেলা সভাপতি হাফেজ শামসুদ্দিন, সেক্রেটারি হাফেজ মারুফ ও কোষাধ্যক্ষ হাফেজ আনোয়ার সহ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ভোলা দক্ষিণ জেলা ও চরফ্যাশন উপজেলার দায়িত্বশীলরা এবং অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাফেজ ও কারী গণ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) চরফ্যাশন উপজেলা শাখার ২৩ টি মাদরাসার ছাত্রদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোলা দক্ষিণ জেলার প্রতিযোগিতা অনুষ্ঠান হয়। প্রতিযোগিতায় ভোলা দক্ষিণ জেলার প্রায় সকল মাদরাসায় ছাত্ররা অংশগ্রহণ করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পবিত্র কোরআনের ৩০ পারাকে বিভিন্নভাবে ভাগ করে মোট ৬ ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে ৩০ পারা অংশ এবং ২০ পারা অংশ ও ১০ পারা অংশে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম হয়েছে ‘জিয়াউদ্দিন হাফিজিয়া মাদরাসার’ ছাত্র মোহাম্মদ সালমান। এই গ্রুপে দ্বিতীয় হয়েছে ‘হাজী আলাউদ্দিন তালুকদারের মাদরাসার হেফজ বিভাগের ছাত্র’ মোঃ সানাউল্লাহ। তৃতীয় হয়েছে একই মাদরাসার মোঃ শাফিন হোসেন। চতুর্থ হয়েছেন ‘জিয়াউদ্দিন হাফিজিয়া মাদরাসার’ মোঃ কালীম উল্লাহ ও পঞ্চম হয়েছেন ‘মুখারবান্দা মাদরাসার’ মোহাম্মদ সাইফুল ইসলাম।

২০ পারা গ্রুপে প্রথম হয়েছে ‘হাজী উদ্দিন তালুকদারের মাদরাসার’ ছাত্র মোঃ আশরাফুল ইসলাম দ্বিতীয় হয়েছে ‘আদর্শ পাড়া মাদরাসার’ ছাত্র মোঃ শরিফুল ইসলাম। তৃতীয় হয়েছে ‘মুখারবান্দা মাদরাসার, ছাত্র মোহাম্মদ মঈনুল ইসলাম। চতুর্থ ও পঞ্চম হয়েছে ‘খাসমহল নূরানী হাফেজী মাদরাসার’ ছাত্র মোঃ মাহফুজুর রহমান ও মোহাম্মদ হাসনাইন।

দশ পারা (ক) গ্রুপে প্রথম তিনজনেই ‘হাজী আলাউদ্দিন তালুকদার এর মাদরাসার’ ছাত্র যথাক্রমে মোঃ মেহেদী হাসান, মোহাম্মদ রায়হান, ও মোহাম্মদ ফজলে রাব্বী। এছাড়াও এই গ্রুপে চতুর্থ হয়েছে ‘খাসমহল নূরানী হাফেজী মাদরাসার’ ছাত্র মোহাম্মদ জিদান। পঞ্চম হয়েছে মোহাম্মদ হাসনাইন।

দশ পাড়া (খ) গ্রুপে প্রথম পাঁচজন হলেন যথাক্রমে মোঃ মিরাজুল ইসলাম, মোঃ নুরনবী, মোঃ আবু তালহা, মোহাম্মদ আলী হোসেন, ও মোহাম্মদ সালমান।

এছাড়াও পাঁচ পাড়া (ক) গ্রুপে বিজয়ী প্রথম পাঁচজন হলেন যথাক্রমে মোহাম্মদ তানজিলুর রহমান, মোঃ মামুন, মোহাম্মদ হাসিব, মোহাম্মদ আরিয়ান, মোহাম্মদ সুলতান।

পাঁচ পাড়া (খ) গ্রুপে প্রথম পাঁচজন হলেন মোঃ আবু বক্কর, মোহাম্মদ নোমান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ আজমিন মোঃ আবু তালহা।

বিজয়ীদের মধ্যে থেকে পাঁচজন জেলা প্রতিযোগিতায় এবং সেখান থেকে বিজয়ীদের মধ্য থেকে বাছাই করে বিভাগীয় প্রতিযোগিতায় এরপর সারা বাংলাদেশের বিভাগীয় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে জাতীয় পর্যায়ের হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন