

পাবলিক ভয়েস: নওগাঁর পত্নীতলায় বালুবাহী ট্রাক্টর উল্টে জীবন রায় (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার (৯ ফ্রেব্রুয়ারি) দুপুরে উপজেলার সম্ভুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জীবন রায় উপজেলার সম্ভুপুর গ্রামের ক্ষেতু রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে জীবন বালুবাহী ট্রাক্টরে চড়ে উপজেলার বাদরাম এলাকায় যাচ্ছিলেন। পথে সম্ভুপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরটির হেলপার জীবন রায় ঘটনাস্থলেই মারা যায়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।