চলছে ১৯তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৯
ছবি: নাজমুল

পাবলিক ভয়েস: আজ শুক্রবার জাতীয় মাসজিদ বায়তুল মোকাররম চত্বরে সকাল ৯টায় থেকে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র আয়োজনে ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। উপস্থিত আছেন  ইরানের ক্বারী হামীদ শাকেরনেজাদ, তুরস্কের  ক্বারী ইয়াশার চৌহাদার, ফিলিপাইন থেকে অংশগ্রহন করেছেন ক্বারী নু’মান পিমবায়াবায়া, দক্ষিন আফ্রিকা থেকে ক্বারী আব্দুর রহমান সা’দিয়ান এবং মিশর থেকে শাইখ ইয়াসির মাহমুদ শারকাওয়ী।

সম্মেলনে আরো উপস্থিত আছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূতগণ, দেশ বিদেশের শীর্ষস্থানীয় ইসলামী স্কলারস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, ১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহ. সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে। শাইখুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহ. আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা)’ এর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী। এই বছরও সম্মেলনে সভাপতিত্ব করছেন ইক্বরা’র বর্তমান সভাপতি, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। সম্মেলনটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন পিএইচপি ফ্যামিলি এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

মন্তব্য করুন