চট্টগ্রামে এক অটোরিকশা চালক খুন

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৯
নিহত আবদুল মোনাফ।

পাবলিক ভয়েস: লোহাগাড়া উপজেলার পদুয়া ঠাকুরদীঘি এলাকা থেকে মো. আবদুল মোনাফ (৪৫) নামে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঠাকুরদীঘি পদ্মবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

আবদুল মোনাফ পদুয়া ধলিরবিলা এলাকার ফজলু মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরনবী বলেন, ‘সিএনজি অটোরিকশা চালক আবদুল মোনাফকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মাথায় কোপের আঘাত রয়েছে। গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে।’

মো. নুরনবী বলেন, ‘রাতে বা ভোরে কোনো একসময় তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

মন্তব্য করুন