খাগড়াছড়ির ৮ উপজেলায় ভোটগ্রহণ ১৮ মার্চ

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৯

পাবলিক ভয়েস: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির আট উপজেলায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ মার্চ সোমবার ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ মূলে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

প্রজ্ঞাপন অনুযায়ী রিটার্নিং অফিসার কিংবা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৮ মার্চ।

খাগড়াছড়ি সদর, মানিকছড়ি, পানছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা ও রামগড় উপজেলায় রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিসার দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন