মিরসরাইয়ে আগুনে পুড়ল ১৩ দোকান

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৯

পাবলিক ভয়েস: মিরসরাইয়ে কলেজ বাজার রোডে কাঁচাবাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ১৩টি দোকান। আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মিরসরাই, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ১০ মিনিটের আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই ফায়ার স্টেশনের পরিদর্শক রবিউল আজম বলেন, ‘১২টা ২৫ মিনিটের দিকে মিরসরাইয়ে কলেজ বাজার রোডে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানতে পেরেছি।’

তিনি বলেন, ‘মিরসরাই, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও উদ্ধার তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান রবিউল আজম।

মন্তব্য করুন