বন্ধ হচ্ছে না কাদিয়ানীদের ইজতেমা

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

ধর্মপ্রাণ মুসলমানদের তীব্র আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমা আয়োজন হচ্ছে বলে জানা গেছে। 

আজ পঞ্চগড়ের ডিসি অফিসে বৈঠকে মুসলমানদের আপত্তি সত্ত্বেও কাদিয়ানীদের ইজতেমা করার পক্ষে সিদ্ধান্ত দিয়েছে ডিসি অফিস। তবে তাদের ইজতেমার উপর কিছু প্রশাসনিক নীতিমালা এবং ধর্মীয় বিধি-নিষেধ আরোপ করা হবে বলে জানা গেছে।

ডিসি অফিসের বৈঠকে অংশগ্রহণ করা একজন পাবলিক ভয়েস কে জানিয়েছেন ডিসি অফিসে বৈঠকে ইজতেমা আয়োজন এর বিষয়ে ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের কড়া বিরোধিতা ছিল কিন্তু তাদের দাবি এবং অধিকারের দোহাই দিয়ে স্বল্প পরিসরে কাদিয়ানীদের ইজতেমা আয়োজনের পক্ষে মতামত দিয়েছে ডিসি অফিস কর্তৃপক্ষ।

আজ বিকেল ৪ টায় বৈঠক শুরু হয়ে ৫ টা পর্যন্ত উভয় পক্ষের লোকজন নিয়ে ডিসি অফিসে আলোচনা হয় এবং সেখান থেকে কাদিয়ানীদের ইজতেমা বিষয়ে কিছু নীতিমালা ও বিধি নিষেধ আরোপ করে দেয়া হয়।

নীতিমালাগুলো হলো :
১/ প্রতিবছরের মতো এ বছরও স্বল্প পরিসরে ইজতেমা করতে পারবে কাদিয়ানীরা।

২/ মুসলিম জণসাধারণ ও উলামায়ে কেরাম কর্তৃক ঘোষিত ২১-২৫ ফেব্রুয়ারির সমাবেশ কাদিয়ানীদের ইজতেমার পরে অনুষ্ঠিত হবে।

৩/ স্থানীয়দের বাইরে যারা কাদিয়ানী ইজতেমায় অংশ নেবে তাদেরকে অবশ্যই নিজস্ব এরিয়ায় রাখতে হবে। এই কাজে শহরের কোনো হোটেল বা স্থাপনা ব্যবহার করা যাবে না।

৪/ ইজতেমা উপলক্ষে তারা মুসলিম এলাকায় কোনো প্রচারণা চালাতে পারবে না এবং ইজতেমায় অংশগ্রহণের ব্যাপারে কোনো ধরনের উৎসাহ ও প্রলোভন দেখাতে পারবে না।

৫/ ইজতেমায় বিতরণের জন্য আনা কম্বল প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে এবং প্রশাসনের অধীনে দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে।

তবে প্রশাসন আশ্বাস দিয়েছে তারা কাদিয়ানীদের ইজতেমার ক্ষেত্রে স্বাভাবিকের বাইরে কোন সহযোগীতা করবে না। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সবাইকে আশ্বস্ত করেছেন যে কাদিয়ানীরা মুসলমানদের কোনোভাবেই বিভ্রান্ত করতে পারবে না এবং প্রশাসন সেদিকে সজাগ দৃষ্টি রাখবে।

মন্তব্য করুন