কুষ্টিয়ায় খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

পাবলিক ভয়েস: কুষ্টিয়ার মিরপুরে মাটিচাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ খাল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- গোড়দহ গ্রামের মন্টু মন্ডলের ছেলে আকাশ (১২) ও মৃত হাশেমের ছেলে তারিকুল (১২)। এ ঘটনায় লিখন (১০) নামে অপর এক শিশু আহত হয়েছে। লিখন একই গ্রামের নাসিরের ছেলে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ, তারিকুল ও লিখন বাড়ির পাশের মসলেম মন্ডলের ছেলে আয়নালের জমির উঁচু মাটির টিলার নিচে খেলা করছিল। এ সময় হঠাৎ মাটির টিলার একাংশ ওই তিন শিশুর ওপর ভেঙে পড়ে। এলাকাবাসী মাটি সরিয়ে তাদের উদ্ধার করার আগেই আকাশ ও তরিকুল মারা যায়। আহত লিখন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মন্তব্য করুন