লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

পাবলিক ভয়েস: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শিল্পী রানী রায়ের গাড়ির ধাক্কায় আহত অজ্ঞাতপরিচয় এক পথচারীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের মুক্তিগঞ্জ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় তিনি আহত হন। ওই পথচারীর নাম পরিচয় জানা যায়নি।

জানতে চাইলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায় জানান, জেলা থেকে রায়পুরে ফেরার পথে মুক্তিগঞ্জ এলাকায় পৌঁছুলে অজ্ঞাত ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌঁড় দিলে চলন্ত গাড়ির ধাক্কায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, পথচারী লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলো।

মন্তব্য করুন