ঈশ্বরদীতে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯
মহাসড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ।

পাবলিক ভয়েস: ঈশ্বরদীর পাকশীতে মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কুষ্টিয়া-নাটোর মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় জনগণ।

আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের রূপপুর পাকার মোড়ে অবস্থান নিয়ে মহসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাকশী ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমকে তার বাড়ির সামনে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মন্তব্য করুন