

১৫, ১৬ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য টঙ্গী ময়দানের বিশ্ব ইজতেমায় আসতে পারেন বিশ্ববরেণ্য ইসলামের দা’ঈ, ইসলাম প্রচারক ও তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা তারিক জামিল।
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে প্রচার প্রচারণা। অনেকেই মাওলানা তারিক জামিলের আগমনকে সাধুবাদ জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ার আলোচনায় অনেকেই দাবি করছেন তিনি মাওলানা জুবায়ের সাহেব নেতৃত্বাধীন সময়ে ইজতেমা মাঠে আসতে পারেন।
তবে বাস্তবেই মাওলানা তারিক জামিল বিশ্ব ইজতেমায় আসছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তাবলীগ সংশ্লিষ্ট অনেকের সাথে যোগাযোগ করলেও তারা কোন কথা বলতে চাননি। তবে একটি সূত্র জানিয়েছে, তিনি ভিসা পেয়েছেন এবং বিশ্ব ইজতেমায় আসার প্রস্তুতি নিচ্ছেন।
জানা যায়, বিশ্ব ইজতেমা চারদিন এবং দু পক্ষকে দুদিন দুদিন করে ভাগ করে দেয়ার ঘোষণার পর একটা অস্বস্তি চলছে তাবলীগ সংশ্লিষ্ট সবার মধ্যে। সা’দ অনুসারীরা এভাবে বিশ্ব ইজতেমা নিয়ে ঝামেলা তৈরি করবে তা বুঝতে পারেনি অনেকেই। গত ২৪ জানুয়ারী সা’দ কান্ধলভীকে ছাড়াই এক পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই সাদ অনুসারীরা বিশ্ব ইজতেমায় কথিত নিরাপত্তার অজুহাত দেখিয়ে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করে এবং বিভিন্নভাবে বিশ্ব ইজতেমা তাদের নিয়ন্ত্রণে নেয়ার পাঁয়তারা করে।
সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হয় সে সিদ্ধান্তে বলা হয় বিশ্ব ইজতেমা হবে চার দিন এবং উভয়পক্ষকে দুদিন করে ভাগ করে দেয়া হবে। এসব কারণে তাবলীগ সংশ্লিষ্টদের মধ্যে বিশ্ব ইজতেমা নিয়ে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে তাই তারা ভেতরগত কোন বিষয়ে কথা বলতে রাজি হচ্ছেন না।
তবে সাধারণ তাবলীগি অনেকের সাথে আলোচনা করে দেখা গেছে তারা বলছেন; মাওলানা তারিক জামিলের আগমন বিশ্ব ইজতেমাকে আরো বেশি গ্রহণযোগ্য এবং সফল করে তুলবে তাই তিনি যাতে সত্যিকারে বিশ্ব ইজতেমায় আসতে পারেন সে ব্যবস্থা করার অনুরোধও জানান অনেকে।
প্রসঙ্গত : মাওলানা তারিক জামিল বিশ্ব ইজতেমার ময়দানে দীর্ঘদিন বয়ান করতেন কিন্তু “সাদ কান্ধলভী একক আমীর হওয়া এবং বিশ্ব তাবলীগ আলমী শুরার ভিত্তিতে চলা” এই দুই ইস্যুতে ঝামেলার কারণে মাওলানা তারিক জামিল এবং তাবলীগ সংশ্লিষ্ট পাকিস্তানি ওলামায়ে কেরামরা বিশ্ব ইজতেমা উপস্থিত হতে পারেন না। তবে সারা বিশ্বে মাওলানা তারিক জামিল সাহেবের রয়েছে অগণিত ভক্ত অনুরক্ত যারা মাওলানা তারিক জামিলের ইসলাম প্রচার এবং ইসলামের দাওয়াত কে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে থাকে। বাংলাদেশেও রয়েছে মাওলানা তারিক জামিলের বিশাল ভক্তগ্রুপ। যারা তাকে এ বছরের বিশ্ব ইজতেমায় উপস্থিত দেখতে চান।