ভোলায় আগুনে পুড়লো ৬ দোকান

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

পাবলিক ভয়েস: ভোলা শহরের খালপাড় সংলগ্ন কসাইপট্টিতে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দোকান মালিকরা জানান, শহরের খালপাড় সংলগ্ন কসাইপট্টির একটি দোকানে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি মুড়ির দোকান ও কাঁচামাল এবং মুদি দোকান পুড়ে গেছে।

ভোলা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মো. আজাদ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কাঁচামাল এবং মুদি দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা তৈরি হচ্ছে বলেও জানান ফায়ার ম্যান আজাদ।

মন্তব্য করুন