

শেখ নাসির উদ্দিন, খুলনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনার রূপসায় ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন।
আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, ওরিয়ন গ্রুপের পরিচালক আবদুহু রুহুল্লাহ, মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজিসহ সরকারি দফতরের কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওরিয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওরিয়ন পাওয়ার রূপসা লিমিটেড রূপসা,খুলনা ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে।