গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯

পাবলিক ভয়েস: গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল ওই এলাকার রাশেদ শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র সাহা জানান, একই এলাকায় খালাতো বোন খুকু মনির একটি টিনশেড ঘরে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করছিলেন সোহেল। হঠাৎ অসাবধানতায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন