ইবি শিক্ষক মুর্তজা আলীর কাব্যগ্রন্থ ‘মোহন জলের জালে’র মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯
এম এইচ কবীর (ইবি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি মুর্তজা আলীর প্রথম কাব্যগ্রন্থ ‘মোহন জলের জালে’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায়  লোকপ্রশাসন বিভাগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জুলফিকার হোসেনের সভাপতিত্বে ও শাম্মী আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশীদ আসকারী।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহীনুর রহমান, সম্মানিত অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নাসিম বানু।
শুভেচ্ছা বক্তব্যে লেখক মুন্সি মুর্তজা আলী বলেন, ‘মোহন জলের জালে’ কাব্যগ্রন্থটি লিখতে গিয়ে আমি কখনো হয়েছি আবেগী, কখনো ট্র‍্যাজিক, কখনো হয়েছি ভালোবাসার জালে আবদ্ধ, একেছি মেঘ মাটিত ভাললাগায়, ছুটে গেছি প্রিয়তমার কাছে, ছুটে এসেছি মায়ের কাছে, কখনো অভিমান ভাঙ্গিয়েছি প্রিয়তমার কিন্তু অভিযোগ করিনি। মানুষের ভালোবাসার মূল জালে সিক্ত হয়ে প্রেমের জালে বাঁধা পড়েছি।
প্রধান অতিথির বক্তব্যে ড. রাশিদ আসকারী বলেন, কবিতা মানব সমাজের প্রথম শিল্পকর্ম। যখন শব্দকে শৃঙ্খলিত করা হয় তখন সেটি কবিতায় রুপাান্তরিত হয়। মানব সভ্যতার প্রথম সাহিত্যিক বহিঃপ্রকাশ কাব্যের মাধ্যমেই ঘটেছে। সেই কবিতা নানা মাত্রিকতায় বাংলাদেশ সহ সারা বিশ্বে বিকশিত হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, অধ্যাপক গিয়াস উদ্দীন, অধ্যাপক মোহম্মদ সেলিম, সহযোগী অধ্যাপক ড. মো: লুতফর রহমান, ড. মো: ফকরুল ইসলাম সহ বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন