বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত করবেন কে?

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯

বিশ্ব ইজতেমার তারিখ নেতৃত্ব ইত্যাদি নিয়ে পারস্পরিক বিবদমান বিতর্ক মোটামুটি শেষ হলেও এখন চলছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন তা নিয়ে বিতর্ক।

তাবলীগ জামাতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা নিয়ে তাবলীগ জামাতের বিবদমান দুই পক্ষের মধ্যে কোনভাবেই যেন সমাধান সুরাহা করা যাচ্ছে না।

বিশ্ব ইজতেমা নিয়ে দফায় দফায় বৈঠক এবং উভয় পক্ষকে নিয়ে সরকারিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বারবার আলোচনা করা হলেও একের পর এক মতবিরোধ যেন লেগেই আছে।

গত ২৪ জানুয়ারি এক ধরনের সিদ্ধান্ত এলেও ভারতের মাওলানা সাদ এর অনুসারীরা বিশ্বইজতেমায় উপস্থিত না হওয়ার ঘোষণা দেয়। কারণ হিসেবে দেখায় কথিত নিরাপত্তার অজুহাত।

সর্বশেষ উভয় পক্ষকে নিয়ে গতকাল ৫ জানুয়ারি বিশ্ব ইজতেমা তিন দিনের পরিবর্তে চার দিনে করে উভয়পক্ষকে দুই দিন দুই দিন করে ভাগ করে দেয়া হয়েছে। কিন্তু বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কে করবে তা নিয়ে কোন পক্ষই ছাড় দিতে রাজি নয়।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ যায়েদ বলেন, আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন এটা নিয়ে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না । আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন, সেটা নির্ধারণ করবেন তাবলিগের শীর্ষ মুরব্বিরা।

জানা গেছে, দু’পক্ষকে সন্তুষ্ট করতে পূর্বঘোষিত তিন দিনের ইজতেমা চার দিন করা হয়। কিন্তু আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন, সে বিষয়ে কেউ ছাড় দিতে রাজি হননি। এ বিষয়ে সরকারও কোনো হস্তক্ষেপ করতে চায়নি। এরপর সিদ্ধান্ত হয় ইজতেমার প্রথম দু’দিন নেতৃত্ব দেবেন সা’দ বিরোধী পক্ষের নেতা মাওলানা জুবায়ের এবং শেষ দুদিনের নেতৃত্ব দিবেন সাদপন্থী সৈয়দ ওয়াসিফ ইসলাম।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে চার দিন ইজতেমার বয়ান শুনে উপস্থিত তাবলিগের মুরব্বিরা আখেরি মোনাজাত পরিচালনাকারী নির্ধারণ করে নিতে পারবেন।

এর আগে গত ২৪ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তাবলিগের দু’পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিশ্ব ইজতেমার তারিখ ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি চূড়ান্ত করেন।

এদিন মন্ত্রী বলেন, গত কয়েক বছর দুই পর্বে ভাগ করে দেশের ৬৪ জেলার মানুষের জন্য ইজতেমার ব্যবস্থা করা হলেও এবার এক পর্বেই এ সম্মিলনের ব্যবস্থা করা হচ্ছে।

মন্তব্য করুন