কেরানীগঞ্জে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: কেরানীগঞ্জে মাহমুদ হাসান (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন খালপাড় চড়াইল এলাকার জনৈক কাকন মিয়ার বাড়ির ৩ তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলো।

ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই মেহেদী হাসান বলেন, ‘আমার ভাই পড়ালেখার পাশাপাশি একটি স্বর্ণের দোকানে চাকরি করত। সে আমাদের কিছু না জানিয়ে বন্ধুর বাসায় থাকার কথা বলে পাঁচদিন আগে ওই বাসাটি ভাড়া নেয়। কিন্তু সে আত্মহত্যা কেনো করল সেটাই বুঝতে পারছি না।’

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন