
আগামী ৯ মার্চ মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ২৪তম মারকাজি ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসায় এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
দাওয়াতুল হকের কেন্দ্রীয় দফতরে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা সমূহের আমীর, নায়েবে আমীরদের নিয়ে অনুষ্ঠিত নিয়মিত মাসিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
দাওয়াতুল হকের প্রধান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানের সভাপতিত্বে উক্ত বৈঠকে হালকাওয়ারী বিভিন্ন কাজের মাসিক রিপোর্ট ও কাজের বর্ণনা পেশ করা হয় এবং ইজতেমা সফলের লক্ষে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়।
এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী মাদরাসার শায়খে সানী আল্লামা আনওয়ারুল হক, হারদুঈ হযরতের খলিফা প্রফেসর হামিদুর রহমান, প্রফেসর গিয়াস উদ্দীন, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, জামিয়া রাহমানিয়ার ইফতা বিভাগের প্রধান মুফতী মনসূরুল হক, প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান, যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আহমদ ঈসা, ধানমন্ডি ঈদগাহ মাঠের খতিব মাওলানা মুনাওয়ার হোসাইনসহ হালকাওয়ারী আমীর ও নায়েবে আমীরগণ।